1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে গণহারে 'সিক লিভ', ৮৬ ফ্লাইট বাতিল

৮ মে ২০২৪

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হলো টাটার বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার সহয়োগী সংস্থা। সেখানেই কর্মীরা গণহারে 'সিক লিভ' নিয়েছেন।

https://p.dw.com/p/4fcEg
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তিনশ জন কেবিন ক্রু 'সিক লিভ' নেয়ায় ৮৬টি বিমান বাতিল করতে হয়। ছবি: picture-alliance/dpa/M. Mainka

সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে টাটা গোষ্ঠী। তাদের বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বুধবার অন্ততপক্ষে ৮৬টি উড়ান বাতিল করতে বাধ্য হয়। কারণ, তিনশ'র মতো সিনিয়র কেবিন ক্রু 'সিক লিভ' নিয়ে নেন। তারা নিজেদের ফোন পর্যন্ত বন্ধ রেখেছেন।

কর্মীদের এই গণছুটির ধাক্কায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই সংস্থার মুখপাত্র জানান, ''আমাদের কেবিন ক্রুদের একাংশ একেবারে শেষ সময়ে জানান, তারা অসুস্থ হয়ে পড়েছেন। তার ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চলাচলে প্রচুর দেরি হয়। প্রচুর বিমান বাতিল করতে হয়েছে।''

তিনি বলেন, ''আমরা কর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছি। আমরা চেষ্টা করছি, যাত্রীদের অসুবিধা যথাসম্ভব কম করতে। আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। এই পরিস্থিতি অপ্রত্যাশিত। আমরা যে মানের পরিষেবা দেয়ার চেষ্টা করি, তার সঙ্গে এই ঘটনা খাপ খায় না।''

মুখপাত্র আরো বলেন, ''যাদের বিমান বাতিল হয়েছে, তারা টিকিটের পুরো টাকা ফেরত পাবেন। তারা চাইলে পরবর্তী যে কোনো দিনে অতিরিক্ত পয়সা না দিয়ে টিকিট কাটতে পারবেন।''

যাত্রীদের প্রতিক্রিয়া

যাত্রীরা আচমকা এই হয়রানির মুখে পড়ে ভয়ঙ্কর ক্ষুব্ধ। তারা সামাজিক মাধ্যমে তাদের হতাশার কথা জানিয়েছেন। অনেক যাত্রী জানান, বিমানবন্দরে আসার পর তিনি মেসেজ পান এবং তখন জানতে পারেন তার ফ্লাইট বাতিল করা হয়েছে। একের পর এক যাত্রী তাদের হেনস্থার বিবরণ সামাজিক মাধ্যমে দিয়েছেন। শেষ মুহূর্তে বিমানসংস্থার বিমানের টিকিটের দাম অনেকটাই বেড়ে যায়। ফলে তাদের হয়রানি আরো বেড়েছে।

আবার টাটার হাতে এয়ার ইন্ডিয়া

কেন এই প্রতিবাদ?

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফ থেকে এই গণ 'সিক লিভ' নেয়ার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

তবে সূত্র ডিডাব্লিউকে জানাচ্ছে, কর্মীদের মূল দাবি চাকরির শর্ত ও টাকা-পয়সা নিয়ে। তাদের দাবি, এয়ার ইন্ডিয়ার হাতবদলের পর যে সব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা মানা হয়নি। তাদের পদোন্নতি হয়নি। কিছু ক্ষেত্রে কর্মীদের আগের তুলনায় কম বেতনে কাজ করতে হচ্ছে।

সূত্রের দাবি, অনেকের আর্থিক প্যাকেজ সংশোধন করা হয়েছে। তাদের আগের থেকে কম পয়সা দেয়া হচ্ছে।

এনডিটিভি-কে সূত্র জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে মেরিট বা দক্ষতা ভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছিল। অর্থাৎ, পদোন্নতি ও অর্থ দক্ষতা অনুসারে দেয়ার নীতি নেয়া হয়েছিল। ইউনিয়নকেও স্বীকৃতি দেয়া হয়নি। কর্মীরা সম্ভবত তা মেনে নিতে পারেননি। 

মাসখানেক আগে বিমানসংস্থা ভিস্তারার পাইলটরাও গণছুটি নিয়েছিলেন। সেসময় ভিস্তারাকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দেয়ার প্রক্রিয়া চলছিল এবং পাইলটদের নতুন রোস্টার দেয়া হয়েছিল। তাদের কাজের সময় ও বেতন নিয়ে ক্ষোভ ছিল।

এখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে সাবেক এয়ার এশিয়া ইন্ডিয়াকেও মিশিয়ে দেয়া হচ্ছে। তখনই কর্মীদের এই গণ 'সিক লিভ' সামনে এলো।

জিএইচ/এসিবি(পিটিআই, এএনআই)